টেসলা দেখালো সাইবারট্রাক

২৩ নভেম্বর, ২০১৯ ১৩:১৪  
তিনটি সংস্করণে ছয় আসনের বৈদ্যুতিক সাইবার ট্রাক উন্মোচন করেছে টেসলা। ২০২১ সালে এগুলোর উৎপাদন শুরু হবে। এক টুইট বার্তায় টেসলা প্রধান মাস্ক জানিয়েছেন, “মঙ্গল গ্রহের অফিশিয়াল ট্রাক হবে টেসলা সাইবারট্রাক (উচ্চচাপ সংস্করণ)। সাইবারট্রাকের নকশার অনেকটা অংশ এসেছে দ্য স্পাই হু লাভড মি’র অনুপ্রেরণা থেকে।” জানাগেছে, ২৫০, ৩০০ এবং ৫০০ মাইল রেঞ্জের তিনটি সংস্করণে বাজারে আসবে পিকআপ শ্রেণিভূক্ত সাইবারট্রাকটি। নতুন এই সাইবারট্রাকের বাজারমূল্য শুরু হচ্ছে ৩৯৯০০ মার্কিন ডলার থেকে। https://twitter.com/elonmusk/status/1198090787520598016   গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) লস অ্যাঞ্জেলেসে টেসলা ডিজাইন সেন্টারে উন্মোচন করা হয় টেসলার সাইবার ট্রাক। উন্মোচনকালে ফোর্ড এফ-১৫০ এবং সাইবারট্রাকের আসন্ন প্রতিযোগিতার একটি ভিডিও দেখিয়েছেন মাস্ক। সেটি দেখে স্পষ্টই বোঝা গেছে, বন্ড সিরিজের সিনেমা ‘দ্য স্পাই হু লাভড মি’-এর ‘লোটাস এসপ্রিট এস১’-এর অনুপ্রেরণায় নকশা করা হয়েছে এই সাইবারট্রাকের।